শাহীন আহমেদ, কুড়িগ্রাম:
মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মুল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে, কুড়িগ্রামে ন্যাশনাল পিপলস ওলামা পাটির দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল ৪ টায় কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়ন পরিষদ হলরুমে ন্যাশনাল পিপলস ওলামা পাটি কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস ওলামা পাটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা লোকমান হোসেন সাই্ফি।
বিশেষ অতিথি ছিলেন আব্দুর রশিদ, খন্দকার মিজানুর রহমান, সাব্বির আহমেদ, মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।
সম্মেলনে জেলা শাখার আহবায়ক মাওলানা মোঃ আব্দুস সালাম কে সভাপতি ও সদস্য সচিব মাওলানা আবুল কালাম আজাদ কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য কুড়িগ্রাম জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post