শুক্রবার (২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলা শিকারপুর ইউনিয়ন পশ্চিম কুয়াইশ ৯নং ওয়ার্ড অনন্যা আবাসিক এলাকা সংলগ্ন সিদ্দিক ড্রাইভারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হল: ১।মোহাম্মদ ইউসুফ প্রকাশ দুদুমিয়া ২।মোহাম্মদ ইসমাইল ৩। নুরনাহার বেগম ৪। শামসুল আলম ৫। আব্দুল মালেক, ৬। মাহবুবুল আলম এবং ৭। মোহাম্মদ আলী।
ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দাবি অগ্নিকাণ্ডে তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে। ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
কালুরঘাট ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, অনন্যা আবাসিক এলাকার পাশে আগুন লাগার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই টিনশেডের ঘর হওয়ায় সব পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হল মোহাম্মদ ইউসুফ প্রকাশ দুদুমিয়া, মোহাম্মদ ইসমাইল, নুরনাহার বেগম, শামসুল আলম, আব্দুল মালেক, মাহবুবুল আলম, মোহাম্মদ আলী।
খালিদ সাইফুল /দৈনিক দেশতথ্য/২ ডিসেম্বর

Discussion about this post