মো.আলাউদ্দীন,হাটহাজারী (চট্রগ্রাম):
হাটহাজারীতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে হালদা নদীর উত্তর মাদার্শা অংশের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা গেছে, রাতের আঁধারে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা নদী অংশের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে রুবেল নামের এক ব্যক্তি মাটি কাটছেন এমন তথ্যের ভিক্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ার রুবেলকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। এবং মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দ করা হয়। পরে ডিসিআর মূলে জরিমানার টাকা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা স্বীকার করেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post