কুষ্টিয়ার দৌলতপুরে ২১৭টি প্রাথমিক বিদ্যালয় থেকে আফাজ উদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি-২০২২ এ অংশ নেওয়া ৩১৩ জনের মধ্যে ৩১ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা প্রশাসনের সহযোগিতায় আফাজ উদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তির পরিচালনা কমিটি এই আয়োজন করেন। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা বৃত্তির নগদ অর্থসহ সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।
বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার , উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ সহ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি সূত্রে জানা যায় (১৯ নভেম্বর) শনিবার আফাজ উদ্দিন আহমেদ প্রাথমিক শিক্ষা মেধা বৃত্তি দৌলতপুর গার্লস কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ২১৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ট্যালেন্ট পুলে ১৪, সাধারণ ১৪ ও উপজেলা সেরা ৩ জন শিক্ষার্থী মোট ৩১ জনকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া বৃত্তি প্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।
খালিদ সাইফুল/দৈনিক দেশতথ্য

Discussion about this post