গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বিএনপি সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতিবাজ ও খুনীদের দল। এরা বঙ্গবন্ধুর খুনী। এরা আমাদের শেখ হাসিনাকে খুন করতে চেয়েছিল। এরা ষড়যন্ত্রকারী।
আজ রবিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়নের মহাযজ্ঞ করেছেন তাতে আগামীতে জনগনের ভোটে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন সে জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ আওয়ামী লীগকেই ভোট দিবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post