কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসায়ার পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। হামলায় ৩জন আহত হয়েছে এবং হামলাকারী প্রতিপক্ষরা দোকান ভাংচুর ও লুট করেছে বলে অভিযোগে করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামের ক্ষুদ্র মুদি ব্যবসায়ী মজদুল একই এলাকার ফরিদের কাছে গাঁজা বিক্রয়ের পাওনা টাকা চাইলে সে ক্ষুব্ধ হয়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বিতর্কের একপর্যায়ে ফরিদের নেতৃত্বে নয়ন, হারুন, ইরান ও জুয়েল সহ ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে মুদি ব্যবসায়ী মজদুলের দোকানে হামলা চালায়।
এসময় হামলাকারীরা মজদুল (৩৫) কে বেধড়ক মারপিট করতে থাকলে তার স্ত্রী শারমিন (২৫) ও তার বাবা নজু (৬৫) বাঁধা দিতে গেলে তাদেরও পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দোকান ভাংচুর ও নগদ টাকা সহ দোকানের পন্য লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা দেয়।
হামলার শিকার মজদুল বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে গাঁজা ব্যবসার টাকা চাওয়াকে কেন্দ্র হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে বলে স্থানীয় অপর একটি সূত্র জানিয়েছে।
খালিদ সাইফুল/দৈনিক দেশতথ্য

Discussion about this post