মৌলভীবাজার প্রতিনিধি: জেলা পলিসি ফোরামের নিয়মিত ডিসেম্বর/২২ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৫ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে জেলা পলিসি ফোরামের আয়োজনে পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় ম্যাক বাংলাদেশের কার্যালয়ের হল রুমে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী,জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।
অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগন অংশ গ্রহন করেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post