স্টাফ রিপোর্টারঃ সামাজিক সংগঠন ‘দুরন্ত দুর্বার’-এর ৩৬ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সংগঠনটি বিনামূল্য খতনা ক্যাম্প, বিজয় র্যালি , কেক কাটা উৎসব ও আলোচনা সভার আয়োজন করেছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আবদুল মালেক রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডায়মন্ড সিমেন্টের চেয়ারম্যান আলহাজ্ব আজিম আলী।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে সংগঠনের প্রধান উপদেষ্টা লায়ন হাকিম আলী ও উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাবের আহমদ।
খতনা ক্যাম্পে কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র পরিবারের ৩০ জন শিশুকে বিনামূল্যে খতনা করানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আজিম আলী বলেন, দুরন্ত দুর্বার গত ৩৬ বছর ধরে গণমানুষের পাশে থেকে কাজ করে গেছে। তার ধারাবাহিকতায় সংগঠনের নতুন নেতৃত্বে যারা এসেছেন তাঁরাও ধরে রেখেছে। যা প্রশংসার দাবিদার।
তিনি আরো বলেন, দুরন্ত দুর্বারের কর্মীরা সবসময় সুস্থ্য সমাজ গঠনে ভূমিকা রেখেছে। তিন যুগ আগে যখন এই এলাকা মাদক, চোরাকারবারী ও নিরক্ষরতায় অভিশাপে ডুবে ছিলো তখন এলাকার উদ্যমী তরুণেরা দুরন্ত দুর্বার গঠন করে এলাকায় মাদক ,চোরাকারবারী ও নিরক্ষরতার বিরুদ্ধে যুদ্ধে নামে। শুরু হয় এক সাংস্কৃতিক বিপ্লব। যার ফলশ্রুতিতে আজকের আধুনিক চরপাথরঘাটা ইউনিয়ন।
প্রধান বক্তা লায়ন হাকিম আলী বলেন, দেশকে স্বাধীন করতে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে লড়ে গেছেন। তাঁদের দৃঢ়চেতা মনোভাব ও দেশপ্রেমের কারণে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি।
আলহাজ্ব ছাবের আহমদ চেয়ারম্যান বলেন, আজকের তরুণেরাও যদি হৃদয়ে দেশপ্রেম ধারণ করে সমাজের জন্য কাজ করে যায়, তবে বাংলাদেশ একদিন স্বপ্নের সোনার বাংলায় রুপান্তর হবে।
আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন, সংগঠনের শাহজাহান ফারুকী, এম.এ ছালাম, শামসুল আলম, ইঞ্জি. হারুন রশীদ, মাঈন উদ্দীন, আবুল কাশেম, বানাজা বেগম, জলিল আহমদ, মুছা সিকদার , রমজান আলী রমু, নাছির নাহিদ, ইউপি সদস্য সুমন , আজাদ, আনোয়ার ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ সাজিদ।
সংগঠনের থেকে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সাঈদ হোসেন রিমন, সোহেল, ওমর ফারুক রানা, রুবেল আরিফ, আলী আকবর ,মসুদ আরাফাত, মামুন ,মুন্না , আজম প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post