মোঃ ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা)সংবাদদাতা: মনপুরায় উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
বাঙ্গালী জাতির অহংকার আজকের এই দিন। জাতীয় জীবনে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত অবস্মরনীয় ও গৌরবজ্জল এই দিনে সৃষ্টি হয়েছে নতুন এক ইতিহাস,বিশ্বের মানচিত্রে জন্ম নিয়েছে একটি লাল সবুজ পতাকার দেশ বাংলাদেশ। মহান বিজয় দিবসের গৌরবকে সমুন্নত রাখতে জাতীয় কর্মসূচীর আলোকে উপজেলা প্রশাসন নিমোক্ত কর্মসূচী গ্রহণ করেছেন। সূর্যোদয়ের পূর্বে ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা, সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন, সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন,শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগীতা, বাদ জুমায় সকল মসজিদ মন্দিরে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ এবং সকল শিশু সদন ,এতিমখানা,ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন।
বিকাল ৪টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা। সন্ধ্যা ৬টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবর্ধনা সভার সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, ওসি মোঃ সাঈদ আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ ভুইয়া, ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, ২নং হাজীর হাট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার। সংবর্ধনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারন করে বক্তব্য রাখবেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর।
এছাড়া উপজেলা আ’লীগ পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিজয় র্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত করেন। এই সময় উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আক্তার চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, সহসভাপতি একে এম শাহজাহান, আব্দুল লতিফ ভুইয়া,তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী,আব্দুল মান্নান মাষ্টার, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী, মোঃ অলিউল্যাহ কাজল, আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল, ফরহাদ হোসেন হাওলাদার,রুহুল আমিন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন,প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,যুবলীগ সিনিয়র সহসভাপতি নিজামউদ্দিন হাওলাদার,সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ নিজামউদ্দিন মিয়া, সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন আজম, ছাত্রলীগ সভাপতি মোঃ শামসুউদ্দিন সাগর, সাধারন সম্পাদক মোঃ সুমন ফরাজী, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বারসহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিজয় দিবসের অনুষ্ঠানে মনপুরা সরকারী কলেজ অধ্যক্ষ মোঃ ইউসুফ হোসেন, হাজির হাট আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও মোঃ মোছলেউদ্দিন, সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মোঃ কবির, হাজীর হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর, মনপুরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজসহ বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post