শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে কোভিডকালিন সময়ে বিদ্যালয় থেকে ঝড়ে পরা ৪৫০জন কন্যাশিশুকে স্কুলমুখী করল বেসরকারি সংস্থা গুডনেইবার বাংলাদেশ’র ব্যাক টু স্কুল প্রকল্প।
সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে তারা এই সফলতা অর্জন করে।
এ উপলক্ষে বুধবার দুপুরে যাত্রাপুর চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাক টু স্কুল প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মে. আব্দুর গফুর।
এসময় আরো বক্তব্য রাখেন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, যাত্রাপুর চাকেন্দা খান পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, গুড নেইবার বাংলাদেশ’র চর ডেভেরপমেন্ট প্রোগ্রামের সহকারি ম্যানেজার কালাম উদ্দিন, আইজি অফিসার এলভিস বাপ্পা কির্তনীয় প্রমুখ।
দৈনিক দেশতথ্য/এসএইচ//

Discussion about this post