গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২০ জন হিন্দু ধর্মের শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গীতা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সুব্রত বৈরাগী উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের হিন্দু ধর্মের ২০ জন শিক্ষার্থীর হাতে ২০টি গীতা তুলে দেন।
সুব্রত বৈরাগী উপজেলার নৈয়ারবাড়ি গ্রামের সুনীল চন্দ্র বৈরাগীর ছেলে ও মাদারীপুর জেলার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ভূগোল বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
এ সময় কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ দাস, শিক্ষক হরিদাস মধু, প্রবীর কুমার মন্ডল উপস্থিত ছিলেন।
সুব্রত বৈরাগী বলেন, আমি আমার টিউশনির টাকা দিয়ে গত ডিসেম্বর মাসে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০জন হিন্দু শিক্ষার্থীর মাঝে ৫০০টি গীতা বিতরণ করেছি। সর্বশেষ আজ সোমবার (২ জানুয়ারি) কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল) বিদ্যালয়ের ২০জন শিক্ষার্থীর মাঝে ২০টি গীতা বিতরণ করলাম। আগামীতেও আমি আমার এই কর্মকান্ড চালিয়ে যাব।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post