কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সীমান্তরক্ষী বিজিবি। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর মাঠে অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় ৪টি একনলা শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উপজেলার জামালপুর সীমান্তে ১৫৩/১-এস সীমান্ত পিলার হতে মাত্র ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ ঠোটারপাড়া বিওপি’র নায়েব সুবেদার হাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির টহল দল জামালপুর মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।এসময় মালিক বিহীন অবস্থায় ৪টি একনলা শুটারগান ও ২রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি। পরে গতকাল রবিবার সকালে অস্ত্র ও গুলি দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে যার মামলানং-৪০৯।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ জানুয়ারি ২০২৩

Discussion about this post