হাটহাজারীতে ফিলিং স্টেশনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার(১১ জানুয়ারী) দুপুর ২ টার দিকে চবি ২নং গেট এলাকায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের পাশে অবস্থিত আলাউল ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হানের নেতৃত্বে উল্লেখিত এলাকার আলাউল ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় জ্বালানী তেল পরিমাপের সময় ১ টি অকটেন ও ৩ টি ডিজেল ডিসপেন্সি ইউনিটে প্রতি ১০ লিটারে গড়ে ১৫০ মিলি লিটার কম প্রদান করার প্রমান পায় ভ্রাম্যমান আদালত। পরে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” অনুযায়ী ওই পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় বিএসটিআই’র প্রসিকিউটিং অফিসার হিসেবে ফিল্ড অফিসার জারিন তাসনিম, পরিদর্শক জিল্লুর রহমান, সজীব চৌধুরী এবং নূরে আলম উপস্থিত ছিলেন।এবং হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহায়তা করেন।
জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরণের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ১১,২০২৩//

Discussion about this post