গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
উপজেলায় ৮ দলীয় মুনসুর স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে উপজেলার মুনা জেনারেল হাসপাতাল সংলগ্ন মাঠে মুনসুর তহসিলদার স্মৃতি সংঘের আয়োজনে উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি নিশাত রহমান মিথুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
কোটালীপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রফেসর গৌরাঙ্গলাল চৌধুরী, কোটালীপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, মেসার্স মারুফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক লাভলু শেখ ,ডা. শ্যামল বাড়ৈ, সমাজ সেবক রকিবুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বক্তব্য রাখেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post