মো.আলাউদ্দীন,হাটহাজারীঃ
চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে ৭ টি পরিবারের ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ আবদুল আলী সিকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ পূর্ব মেখলের ওই বাড়ীতে রাত ৩ টা ৫০ মিনিটের দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০/৫০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায়২৫ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সাথে নগদ ৭/৮ লাখ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।
হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.শাহজাহানের নেতৃত্বে প্রায় ৪০/৫০ মিনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ইউপি সদস্য এনামুল তৈয়ুব সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দীন চৌধুরী ঘটনাস্থলে পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের প্রযোজনীয় সাহায্য সহযোগিতা করবেন।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.শাহিদুল আলম কে জানান, “আমরা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত খোজ নিয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখানে তদারকি করছেন। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও ত্রাণসামগ্রী প্রদান করা হবে বলেও জানান তিনি ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post