রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধিঃ বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়িয়েছে। ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার আওতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রবিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা জানান।
তিনি বলেন, এমন কোনো ক্ষেত্র নাই যেখানে বর্তমান সরকারের অনুদান পৌঁছায়নি। উন্নয়ন হয়েছে সব ক্ষেত্রে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকেই দেশের রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। গরীব অসহায় মানুষের পাশে সরকার সব সময় ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শীতার্ত মানুষের জন্য এ কম্বল দিয়েছেন।
প্রতিটি ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা শীতার্ত মানুষের কাছে কম্বল
পৌঁছে দেবেন। সমাজের বিত্তবানদেরও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।
এসময় অন্যান্যের মধ্যে পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জ্বল হোসেন ও গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post