মেহেরপুরের গাংনীতে কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বামুন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়াল, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা।
এ সময় গাংনী উপজেলা যুবদলের আহ্বায়ক চপল বিশ্বাস বিশ্বাস ও ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি সহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৬ জানুয়ারি ২০২৩

Discussion about this post