ড. মুহাম্মদ ফজলুল হক ফাউন্ডেশন ও শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন এর পক্ষে উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুরে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামের নিজ বাসভবনে শীতার্ত ও গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে সভাপতিত্বের বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, শীতকাল যখন ঘনিয়ে আসে অসহায়, গরীব জনগণের মাঝে দুশ্চিন্তা পেয়ে বসে। তীব্র শীতে তারা কিভাবে নিজেকে মানিয়ে নিবে এই আশায়। তীব্র কুয়াশা, কনকনে হিমেল হাওয়া সব মিলিয়ে অসহায় দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর কষ্টের সীমা থাকে না।
তিনি আরও বলেন, হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি, তাহলে তাদের কষ্ট লাঘব হয়। সারা বিশ্বের আর্থিক মন্দার মধ্য প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে জননেত্রী শেখ হাসিনা টিসিবি পণ্য সরবরাহসহ বিভিন্ন ভাতা চালু করেছে। দেশকে আরও সমৃদ্ধ করতে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকার কোন বিকল্প নাই।
এসময় উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ ফজলুল হক ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন,শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোতাছিম বিল্লাহ্, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি জাফর ইকবাল মিঠুন সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য জুয়েল মহলদার, শ্রমিক লীগ নেতা রবিউল ইসলাম রুবেল সহ অনেকে।

Discussion about this post