গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
জেলার কোটালীপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সা কর্মশালা অনুুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখার উমায়ের, ডা. মনিরুল ইসলাম, কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান শেখ, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, সমর চাঁদ মৃধা খোকন, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post