জাগ্রত ব্যবসায়ী ও জনতা “বাংলাদেশ এর অংগ সংগঠন”জাগ্রত সেবা বাংলাদেশ” কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে জাগ্রত সেবা রংপুর জেলা কমিটির উদ্যোগে রংপুর শাপলা হাবিবিয়া জামে মসজিদ প্রাঙ্গনে দুস্থ, অসহায়, প্রতিবন্ধীদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত সেবা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট নাজনীন সুলতানা লুনা।
এসময় তিনি বলেন, কনকনে এই শীতে বিপর্যস্ত দুস্থ মানুষের শীত নিবারণে আমরা জাগ্রত সেবা বাংলাদেশের পক্ষে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। এই তীব্র শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
তিনি আরও বলেন, আমরা যারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে সাধ্যমত শীতবস্ত্র ক্রয় করে তা শীতার্ত সাধারণ মানুষের মাঝে বিতরণ করছি। সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা।
জাগ্রত সেবা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিরসেক্রেটারী জেনারেল আবুল বাসার বাসেদউপদেষ্টা ও বিশিষ্ট সংগীত শিল্পী অন্তর রহমান, জাগ্রত সেবা রংপুর এর প্রেসিডেন্ট মনিরা সিরাজ সাথী, সেক্রেটারি জেনারেল ধ্রুবক রাজ, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সেক্রেটারি জেনারেল আহসান হাবীব মানিকসহ রংপুর জাগ্রত সেবা/ জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব এবং জাগ্রত সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ঘন কুয়াশা আর কনকনে শীতে বিপর্যস্ত দুস্থ মানুষের শীত নিবারণে দুস্থ, অসহায়, হতদরিদ্রর, প্রবীণ, ও প্রতিবন্ধীরা কম্বল পেয়ে জাগ্রত সেবা কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।
এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ২০,২০২৩//

Discussion about this post