গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া ( গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার প্রস্তুতি চলছে ।
হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামী ২৬ জানুয়ারি বৃহস্পতিবার।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট।
পঞ্জিকা মতে, প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। তাই বাড়ি আর মন্দিরে প্রতিমা স্থাপনের জন্য ধুম পড়ে প্রতিমা কেনার।
আজ রবিবার কালিগঞ্জে হাটে গিয়ে দেখা যায়, উপজেলার সব চেয়ে বড় সরস্বতী প্রতিমার হাট বসেছে।হাটে ছোট বড় মিলিয়ে প্রায় তিন হাজার প্রতিমা বিক্রির জন্য নিয়ে বসে আছে মৃৎশিল্পীরা।উপজেলার হিরণ ,বান্ধল , মদনপাড়া থেকে মৃৎশিল্পীরা প্রতিমা বিক্রি করার জন্য এসেছেন সকাল থেকেই এ হাটে।
এছাড়া রামনগর,রাধাগঞ্জ,ধারাবাশাইল,ভাঙ্গার হাট, ঘাঘর বাজারসহ প্রায় ২০টি স্থানে বসেছে প্রতিমার হাট। আর এসব হাট থেকেই প্রতিমাসহ আনুষঙ্গিক জিনিসপত্র ও পূজার উপকরণ কিনে যানবাহন ও নৌকায় করে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।
উপজেলার মদনপাড়া থেকে আসা মৃৎশিল্পী জয় পাল বলেন, প্রতিবছর কালিগঞ্জ বাজারে আমরা বিক্রির জন্য বিভিন্ন সাইজের সরস্বতী প্রতিমা নিয়ে আসি।তাই এ বছরও সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা নিয়ে এসেছি। এবছর অন্যান্য বছরের চেয়ে একটু ভালো দামে প্রতিমা বিক্রি করতে পারছি।
হিজল বাড়ী থেকে প্রতিমা কিনতে এসেছেন স্বপন বর্ণিক তিনি বলেন, এ বছর আমি প্রথম সরস্বতী মায়ের পূজা করবো। সরস্বতী মায়ের পূজা উপলক্ষে কালিগঞ্জ হাটে প্রতিমা কিনতে এসেছি। ১৬’শ টাকায় আমি একটি মাঝারী সাইজের সরস্বতী প্রতিমা কিনতে পেরে আমি খুব খুশি।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post