মৌলভীবাজার প্রতিনিধি:গত দু’দিন থেকে মৌলভীবাজারে তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে মানুষের মধ্যে শীত অনুভুত হওয়ার কোন কমতি নেই। রোববার সকাল ৯ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রী সেলসিয়াস। টানা কয়েক দিন থেকে মৌলভীবাজার জেলার উপর দিয়ে বইছে মাঝারি থেকে মৃদু শৈত্য প্রবাহ। হিম হাওয়া ও শৈত্য প্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিকেলে শীতের তীব্রতা আরও বেড়ে গিয়ে তা সকাল পর্যন্ত থাকে। শীতের কারণে সময়মত কাজে যোগ দিতে পারছেনা শ্রমজীবি মানুষ। সীমাহীন দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আজ (২২জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
গত ২০ জানুয়ারি সকাল ৯ টায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে। এ অঞ্চলে মূলত জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের তীব্রতা বেশী থাকে।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি এ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শীতজনিত রোগে প্রতিদিন জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post