উত্তরের হিমেল হাওয়া আর কনকনে এই শীতে ঝিনাইদহের ছিন্নমূল শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতে পাশে দাঁড়ালেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থা।
সোমবার দুপুরে শহরের মর্ডাণ মোড়স্থ শেল্টার সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র, নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়।শেল্টার সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন শেল্টার সমাজ কল্যাণ সংস্থার উপ-নির্বাহী পরিচালক ইয়াছিন আলী,উপ-পরিচালক শেখ শাহনূর রেজা,প্রোগ্রাম কো-অডিনেটর রোখসানা খাতুন,প্রেসক্লাবের সদস্য ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তি বর্গ।
উল্লেখ্য প্রতি বছর শেল্টার সমাজ কল্যাণ সংস্থা ঝিনাইদহ এলাকার ছিন্নমূল অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করে থাকে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৩ জানুয়ারি ২০২৩

Discussion about this post