কুষ্টিয়ার বিত্তিপাড়া-ঝাউদিয়া সড়কে ৪ দিন ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। কুষ্টিয়া সদর উপজেলা বিত্তিপাড়া অটো গ্রুপ মালিক সমিতি ও ঝাউদিয়া অটো গ্রুপ মালিক সমিতি দুই গ্রুপের মধ্যে শুক্রবার সকালে সংঘর্ষ আহত হয়েছেন ৩ জন।
এ ঘটনায় গত ৪ দিন ধরে বিত্তিপাড়া ঝাউদিয়া সড়কে ইজিবাইক চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে চলাচলকারী সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, তাদের মধ্যে মারামারি হয়েছে তাই বলে ইজিবাইক চলাচল বন্ধ থাকবে এটা এটা মেনে নেওয়া যায় না।
এদিজে বিত্তিপাড়া অটো গ্রুপ মালিক সমিতি ও ঝাউদিয়া অটো গ্রুপ মালিক সমিতির মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। এতে আবারও সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৩ জানুয়ারি ২০২৩

Discussion about this post