মো.আলাউদ্দীন, হাটহাজারী (চট্রগ্রাম) :
হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় এক অটোরিকসা চালকের মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হাটহাজারী – নাজিরহাট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকসা(সিএনজি)চালক অসিম বড়ুয়া প্রকাশ গণেশ ( ৫০) লোহাগাড়া উপজেলার ৯ নং আধুনগর ইউনিয়নের
মর্জদ্দিয়া গ্রামের মৃত ভাস্কার বড়ুয়া পুত্র। সে দীর্ঘদিন যাবত হাটহাজারীতে শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলো।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাত ১ টার দিকে মুছারদোকান এলাকায় তার অটোরিকসা বন্ধ করে সহাসড়ক দিয়ে তার বাড়ীতে যাচ্ছিলো। পথিমধ্যে দ্রুত গতিতে আসা এক অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনানুগ প্রক্রিয়া শেষে আইনগত প্রক্রিয়া শেষ লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি আবিল খাঁন সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post