নিজস্ব প্রতিবেদক: অবিলম্বে গ্যাস-বিদ্যুৎ এর বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।
আজ ২৪ জানুয়ারি ২০২৩ বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, সামাজিক যোগযোগ মাধ্যমে নজরদারীর প্রতিবাদে বিকাল ৪ টায়, জাতীয় প্রেসক্লাব এর সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল এর কর্মসূচিতে নেতৃবৃন্দ এই কথা বলেন।
মোর্চার সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গণমুক্তি ইউনিয়নের আহবাক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলার চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, এই সরকার গণশুনানীকে বাদ দিয়ে রাতের অন্ধকারে গত ১৪ বছরে খুচরা পর্যায়ে ১১বার বিদ্যুৎ এবং বারবার গ্যাসের দাম বাড়িয়েছে। যার ফলে দেশে প্রত্যকটি পণ্যের দাম বেড়েছে। মানুষের আয় বাড়েনি, অথচ ব্যয় বড়েছে বহুগুন। যার ফলে মানুষের জীবনে চরম দুঃখকণ্ঠের মধ্যে দিনানিপাত করছে। বিদ্যুৎ-গ্যাস-নিত্যপণ্যের দাম বৃদ্ধিকে কাজে লাগিয়ে ব্যবসাায়ী গোষ্ঠী গত ১৪ বছরে দেশে হাজার হাজার কোটিপতি বেড়েছে। তারা এই সব টাকা দেশেও রাখেনি। বিদেশে পাচার করেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post