জাতীয় শিক্ষাক্রম ২০২৩ সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম বাতিল,ও পাঠ্যক্রম প্রনয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৬শে জানুয়ারু (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সংলগ্ন ডাচ্ বাংলা ব্যাংক চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত।
মানববন্ধন শেষে নারায়ণগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক এইচ এম শাহীন আদনান।
প্রধান অতিথি এইচ এম শাহীন আদনান বলেন আমরা জানি, শিক্ষা জাতির মেরুদন্ড, সংস্কৃতি জাতির পরিচয় বাহক। আজকের শিশু যে বোধ-বিশ্বাস নিয়ে বেড়ে উঠবে আগামীর বাংলাদেশ সে পথেই হাঁটবে। আপনারা যদি এই শিক্ষাক্রম সংস্কার, বিতর্কিত পাঠ্যক্রম পরিবর্তন না করেন তাহলে আমরা সর্বস্তরের শিক্ষার্থীদের নিয়ে গনআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
সাধারণ সম্পাদক এইচ এম ফজলুল করিম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা বিল্লাল হোসেন
সভাপতি তার বক্তব্যে বলেন বর্তমান এই শিক্ষা ব্যবস্থা কোন ধর্মনিরপেক্ষতা দেশের শিক্ষা ব্যবস্থা হতে পারে না, বর্তমানে পাঠ্যপুস্তকে দেয়া মানুষ বানরের থেকে তৈরি (নাউজুবিল্লাহ) যা আমরা ডারউইন এর মতবাদ হিসেবে জানি যেখানে এই থিউরি বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় ভূল প্রমান করেছে সেখানে আমাদের কে এই ভূল, অযৌক্তিক থিউরি পড়িয়ে নাস্তিক বানানোর চেষ্টা করছে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা মোবারক হোসাইন, ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সহ-সভাপতি মুহাম্মদ আমির হামজা, সাংগঠনিক সম্পাদক আবরারুল করিম দাওয়াহ সম্পাদক মুহাম্মদ জুয়েল আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ কাউসার আহমেদ,প্রকাশনা ও দফতর সম্পাদক রহমতুল্লাহ তালহা,অর্থ ও কল্যাণ সম্পাদক মুকছুদল, কলেজ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ, স্কুল সম্পাদক মুহাম্মদ সোলাইমান জিসান,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহা মাহমুদুল হাসান শাকিল কার্যনির্বাহী সদস্য জুবায়ের আহমেদ সহ থানা ও ওয়ার্ড শাখার নেতৃত্ব বৃন্দ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post