সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: লালমনিরহাটে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বিকালে জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের ইন্দিরার পাড়ে তাহমিদুল ইসলাম বিপ্লব বিদ্যানিকেতনে জেলা পরিষদের উদ্যোগে শীত বস্ত্র উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হাবিব, যুগ্ন সাধারণ সম্পাদক কাশেম সরকার।
সভাপতিত্ব করেন, জেলা পরিষদের সদস্য ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোঃ তাহ্মিদুল ইসলাম বিপ্লব। এসময় দুই শতাধিক শীতার্ত নারী পুরুষকে জেলা পরিসদের উদ্যোগে শীতের চাদর বিতরণ করা হয়।

Discussion about this post