বকুল চৌধুরীঃ কুষ্টিয়া-৪ আসনের (কুমারখালী-খোকশা) জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এর প্রচেষ্টায় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার জি,ওবি (রাজস্ব) প্রকৌল্প অধিনে ১কোটি ১৬লাখ ৪১হাজার টাকা ব্যায়ে তরুন মোড় ০পয়েন্ট হতে ২৫২০ মিটার ও কোটি ৫৪ লাখ ৪৮হাজার টাকা ব্যয়ে ২৫২০মিটার পর হতে ৭০০১ মিটার রাস্তা উন্নয়ন কাজ শুরু হয়েছে। উক্ত কাজটি বাস্ত বায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কুষ্টিয়া।

Discussion about this post