মোঃ আউয়াল হোসেন পাটোয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকেঃ রামগঞ্জে ভাদুর ইউনিয়নের সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতারানী পালের অবসর জনিত বিদায় সংবর্ধনা শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ে ম্যানিজিং কমিটি ও শিক্ষকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ রহমত উল্যাহ পাটোয়ারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সফিউল আযমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এ কে এম নজির আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কার্যিনর্বাহী কমিটির সদস্য কারুল হাসান তুহিন, ম্যানিজিং কমিটির সহ সভাপতি হারুর অর রশিদ, দাতা সদস্য রুহুল আমিন মাষ্টার, হানুবাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলাইমান, সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মফিজ উল্যাহ প্রমূখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post