রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী: পদ্মা সেতু কেন্দ্রিক টেকসই শিল্পায়নের উন্নয়ন কর্মপরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে পটুয়াখালীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিসিক ও পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহামুদ হুমায়ুন।
পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আ.স.ম. ফিরোজ, এস. এম. শাহাজাদা, কাজী কানিজ সুলতানা হেলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা, পরিকল্পনা কমিশনের সদস্য আবদুল বাকী, বিসিক চেয়ারম্যান মুহম্মদ মাহবুবর রহমান প্রমুখ। বক্তব্য রাখেন বরিশাল বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানগন ও সাংবাদিকবৃন্দ।
বক্তারা নিজ নিজ জেলার সম্ভাবনার কথা তুলে ধরে বিভিন্ন কুটির শিল্পের কারখানার জন্য প্লট বরাদ্দ করন, বিসিক শিল্প নগরীগুলোতে জেটি নির্মান, উৎপাদিত পন্য বিদেশে রপ্তানীসহ বিভিন্ন চাহিদার কথা তুলে ধরেন।
এসব চাহিদাকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে দক্ষিনাঞ্চলে শিল্পের বিকাশে মহাপরিকল্পনা গ্রহন করা হবে বলে জানান মন্ত্রী।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post