রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যাসোসিয়েশন-১৯৯৪ এর সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৩ বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার মাননীয় উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলতান-উল ইসলাম, মাননীয় উপ-উপাচার্য, রাবি, প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, মাননীয় উপ-উপাচার্য, রাবি। মাননীয় উপাচার্য, প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার তার বক্তব্যে দেশের মানবসম্পদ উন্নয়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
দেশে কর্মমুখী মানবসম্পদ উন্নয়নে সরকারের তথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আউট কাম বেস্ড এডুকেশন পরিকল্পনাকে তিনি সাধুবাদ জানান। এতে করে বিশ্ববিদ্যালয়ের বিভাগ গুলোর মধ্যে যেমন মেধাবৃত্তিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে তেমনি আন্তঃ বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যেও মেধার প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা বৃদ্ধি পাবে। সরকার প্রতিযোগিতা ভিত্তিক মূল্যায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় গুলোর বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট বরাদ্দ করবেন।
রুমা-‘৯৪ এ অংশগ্রহণকারী বিভিন্ন পেশার সাবেক শিক্ষার্থীদের ক্যাম্পাসে উপস্থিত হওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান এবং মেধাবৃত্তিক সম্মিলিত কর্ম প্রচেষ্টার মাধ্যমে দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ডক্টর ইসমাইল হোসেন, সভাপতি, রুমা-‘৯৪। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডঃ মোঃ আব্দুল গনি, প্রফেসর ডঃ মোঃ নুরুজ্জামান, পপুলেশন সায়েন্সেস অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, রাবি, সহযোগী অধ্যাপক, ফজলে রাব্বী, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী, সহকারী অধ্যাপক, মোঃ আব্বাস উদ্দিন, মিরপুর মহিলা কলেজ, কুষ্টিয়া।
০২ দিনব্যাপী ০৩/০২/২০২৩ থেকে ০৪/০২/২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম দিনে সাবেক শিক্ষার্থীদের আলোচনা ও স্মৃতিচারণায় অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যা সাতটায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুষ্টিয়া থেকে আগত রুমা-‘৯৪ সদস্য, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী আব্বাস উদ্দিন, লালন গীতি পরিবেশন করেন। এছাড়াও রাজশাহীর সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম সহ আরো অনে দলকে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,০৬ ফেব্রুয়ারী ২০২৩

Discussion about this post