নাচগান আর পিঠা খাওয়ার মধ্য দিয়ে শেষ হলো গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির দুই দিনব্যাপী পিঠা উৎসব। শেষ দিনে মেলা প্রাঙ্গণ ছিল লোকে লোকারণ্য। ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি চত্ত্বর।
গত মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মাতিয়ে রাখেন দর্শকদের। পিঠা উৎসবে ১১টি স্টল বসানো হয়েছে। পিঠার পাশাপাশি হস্তশিল্পের কারুকার্যসমৃদ্ধ বিভিন্ন রঙের চাদর ও মাফলারের স্টল ছিল এ পিঠা উৎসবের বাড়তি আকর্ষন।
শেষদিনের অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী স্টলের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন । এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে রোভার স্কাউট গ্রুপ প্রথম স্থান, জ্ঞানের আলো পাঠাগার দ্বিতীয় স্থান ও উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস যৌথ ভাবে তৃতীয় স্থান অর্জন করে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,০৮ ফেব্রুয়ারী ২০২৩

Discussion about this post