কুষ্টিয়া অফিস: কুষ্টিয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গঙ্গা-কপোতাক্ষ (জি,কে) মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯:০০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটির উদ্বোধন করেন কুষ্টিয়া জজ কোর্টের বিজ্ঞ জিপি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আক্তারুজ্জামান মাসুম।
জি.কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও আন্তর্জাতিক শিশু সংগঠক আশরাফ উদ্দিন নজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।
প্রধান অতিথি আতাউর রহমান আতা বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন প্রতিষ্ঠা করে দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হতে দেওয়া যাবে না।
এদিকে ৪তলা ভবন নির্মাণের আশ্বাস পেয়ে বিদ্যালয়ের সভাপতি তার বক্তব্যে সদর উপজেলা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মামুন, বিদ্যুৎসাহী সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্লা, প্রাক্তন সভাপতি ও শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল, পৌরসভার কাউন্সিলর নাঈমুল ইসলাম, কাউন্সিলর, সাবেক সভাপতি সাজেদুর রহমান কাবলু প্রমূখ। সবশেষ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post