‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ এ শ্লোগানে ঝিনাইদহে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক মনিরা বেগম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম খান, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আব্দুল আলিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা, দেশ উন্নয়নে সঠিক পরিকল্পনার জন্য নির্ভুল পরিসংখ্যানের প্রতি গুরুত্বারোপ করেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Discussion about this post