গোফরান পলাশ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা পরিষদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব বিলকিস জাহান, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে সাতটায় দলীয় কার্যালয়ের সামনে দলীয় ওজাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post