সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে পত্রিকা বিক্রেতা আব্দুল আলিম ও ময়না খাতুন দম্পতির এক মাত্র ছেলে আব্দুল আহাদ।
উপজেলা সদরের জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
আব্দুল আহাদ বর্তমানে উপজেলার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে। সে ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। প্রত্যাশিত ফলাফল অর্জন করায় তার শিক্ষক, শুভাকাঙ্খি ও শুভ্যানুধায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দোয়া চেয়েছেন আহাদের বাবা মা।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post