মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ
হাটহাজারীতে এনআইএস (নুরুল ইসলাম শামসুন নাহার) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (০৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডস্থ আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) এর পুরাতন বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এনআইএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সালাউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, পাহাড়তলী মার্কেট বণিক কল্যাণ সমিতির আহবায়ক মো.এরশাদ মামুন, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়েট এর সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তারেকুল আলম, ইউপি সদস্য যথাক্রমে এনামুল তৈয়ব সবুজ, আনিসুল ইসলাম।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post