মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন স্কুর এন্ড কলেজের প্রথম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিবরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। আজ শনিবার (১১ মার্চ) শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজ মির্জাপুর টাঙ্গাইলের মাঠে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম এবং মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post