সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ৫৮৯ টি গৃহহীন পরিবার ঘর ও ৩২৯ টি পরিবার জমির দলির পাচ্ছে।
আজ সোমবার (২০ মার্চ) সকাল ১১টা ৩০মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহ ও জমির দলিল হস্তান্তর করবেন।
তৃতীয় ও চতুর্থ পর্যায়ে বরাদ্দকৃত ঘরের সংখ্যা লালমনিরহাট সদর উপজেলায় ২০৯ টি পরিবার , আদিতমারী উপজেলায় ৯৭ টি পরিবার, কালীগঞ্জ উপজেলায় ২৪৮ টি পরিবার , হাতীবান্ধা উপজেলায় ২৬৭ টি পরিবার, পাটগ্রাম উপজেলায় ৯৭ টি । এদের মধ্যে ৫৮৯ টি পরিবার গৃহ ও ৩২৯ টি পরিবার পাবে জমির দলিল। সবে মিলে ৯১৪ পরিবার পূনর্বাসিত হবে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এর সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা গণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী গণ, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post