নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রনোদনা বিতরণ করা হয়েছে।
একইসাথে সদর উপজেলা পর্যায়ে ৩দিনব্যপী কৃষি যন্ত্রপাতি মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের মাঝে প্রনোদনা বিতরণ এবং কৃষি যন্ত্রপাতি মেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ আক্তার নাইস এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীন বক্তব্য রাখেন।
এ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা এবং সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল আলম কমল উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post