শাহীন আহমেদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর একুশে পদকপ্রাপ্ত এ্যাডভোকেট আব্রাহাম লিংকন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইদ হাসান লোবান, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, আব্দুল বাতেন, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী প্রমুখ।
সভায় গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উপর গুরুত্বারোপ করা হয়।
পরে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post