রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী :পটুয়াখালীতে ভবনের তৃতীয় তলার অংশ ধসে পরে সাথী আক্তার(১৮) নার্সিং পড়ুয়া শিক্ষার্থী মৃত্যু।
গত ২৬ মার্চ সন্ধ্যায় পৌর এলাকায় ৭ নং ওয়ার্ডের পিডিএস মাঠ এলাকার মজিদ মিয়া ভবনের তৃতীয় তলার দেয়ালের একটি অংশ ধসে পরে পার্শ্ববর্তী সানু বেপারীর সেমিপাকা বসত ঘরে উপরে। এতে সানু বেপারীর বসত ঘরটি বিধ্বস্ত হলে ঘরের একটি কক্ষে অবস্থানরত ছিলেন নার্সিং পড়ুয়া শিক্ষার্থী সাথী আক্তার গুরুতর আহত হলে, তাৎক্ষনিক তাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটালে নিয়ে গেলে পরে বরিশাল এবং সব শেষে ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে ৪দিন চিকিৎসা নেওয়ার পরে শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের খালাতো ভাই ইমামুল।
নিহত সাথী আক্তার গলাচিপা উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা আব্দুর রবের মেয়ে। গত বছর এসএসসি পাশ করে শহরের নিকটতম আত্মীয় সানু বেপারী বাসায় থেকে পড়াশোনা করতেন সাথী।
একইদিনে পৌর এলাকার রশীদ কিশালয়ের সামনে অবৈধ ভাবে গড়ে তোলা ১৩ তলা একটি ভবনের ৭ তলা থেকে একটি দেয়ালের বড় একটি অংশ পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানের উপর ধসে পরে। এতে ওই প্রতিষ্ঠানটি সম্পূর্ন বিধ্বস্ত হয়। র্দুঘটনার সময় ওই প্রতিষ্ঠানে লোকজন না থাকায় কোনো হতাহত হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে পটুয়াখালী পৌরসভার র্নিবাহী প্রকৌশলী জসীম উদ্দীন আরজু বলেন-পৌরসভা থেকে ৭ তলার অনুমোদন দেয়া হচ্ছে, ১৩ তলা ভবন র্নিমানের অনুমোদন নেই। অবৈধ ভাবে বহু তলা ভবন র্নিমান হলে ব্যবস্থা নেবো।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post