পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী বিনামূল্যের কৃষি উপকরণ দেয়ার নামে কৃষকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে লুঙ্গী জাকিরের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে ভূক্তভোগী কৃষকদের আয়োজনে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউপির ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিবুল্লাহ মহিব, কৃষক আলতাফ হোসেন গাজী ও কৃষক আবুল কালাম প্রমূখ।
বক্তারা বলেন, সরকারী ঘর ও টিউবওয়েলসহ বিভিন্ন কৃষি উপকরন দেয়ার নামে প্রায় দেড় শতাধিক কৃষকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ওই এলাকার বাসিন্দা লুঙ্গী জাকির। ভূক্তভোগীরা তাদের টাকা ফেরতে পেতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ বলেন, আমি লিখিতভাবে এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৪ এপ্রিল ২০২৩

Discussion about this post