জাহিদ হাসান: কুষ্টিয়ার ভেড়ামারায় চুরি, ডাকাতি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে জনসন্মক্ষে।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময় ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন পরানখালী আনার মোড় দফাদার পাড়া শাজাহানের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি নারী, শিশু, বৃদ্ধসহ পরিবারের সদস্যরা। বাড়িতে থাকা নগদ অর্থ, স্বর্ন অলংকারসহ আনুমানিক ৪/৫ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে ডাকাত বাহিনী ।
সকালে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা – দৌলতপুর সার্কেল আসিফ ইকবাল ও ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাপস্থা গ্রহন করা হবে। বর্তমানে এলাকার জনসাধারণ মধ্যে আতংক বিরাজ করছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post