ঢাকার মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট প্রশিক্ষণ রুমে গতকাল শুক্রবার বেলা ১১টায় যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের পাঁচদিন ব্যাপী কর্মকর্তা প্রশিক্ষণ শেষ হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ ড. সুরজিত সাহা রায়, মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট এর উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ ফেরদৌস আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র ঘোষ। অতিথিরা প্রশিক্ষণার্থীদের কোর্স সমাপনী সনদ বিতরণ করেন।
উল্লেখ্য যে, দেশের অঞ্চল ভিত্তিক কৃষি সম্ভাবণাকে বিবেচনায় রেখে কৃষি মন্ত্রণালয় কর্তৃক যশোর অঞ্চলের ০৬টি জেলার ৩১টি উপজেলায় সমপূর্ন জিওবি অর্থায়নে জুন, ২০২২ হতে জুলাই, ২০২৭ মেয়াদে “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। অত্র প্রকল্পের আওতায় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, সাভার ঢাকা এর প্রশিক্ষণ হলরুমে গত ০৩ এপ্রিল ২০২৩খ্রিঃ তারিখ হতে ০৫ দিনব্যাপী বিসিএস কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
দেশে বানিজ্যিক কৃষি সম্প্রসারণ হচ্ছে জানিয়ে কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেন, বানিজ্যিক কৃষি সম্প্রসারণের লক্ষ্যে অত্র প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র যশোর অঞ্চলেই ১৮০০ জন তরুন কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষি মূলধারায় অর্নভূক্ত করা হবে এবং তাদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদী বিতরণ করা হবে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৭ এপ্রিল ২০২৩

Discussion about this post