নওগাঁ প্রতিনিধি:জেলার রাণিনগর থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের ২ জন সক্রিয় সদস্য গ্রেফতার ও চোরাই ট্রাক্টর উদ্ধার করে পুলিশ।
আশিকুল ঠিকাদার (৩৩), পিতা- মোঃ হেলাল টিকাদার, সাং- খট্টেশ্বর (পশ্চিমপাড়া), থানা- রাণীনগর, জেলা-নওগাঁ লিখিতভাবে জানান, গত ৬এপ্রিল রাণীনগর উপজেলার শাহী পেট্রোল পাম্প হতে অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়া গিয়েছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে রানীনগর থানায় একটি মামলা রুজু হয়।
নওগাঁ জেলার পুলিশ সুপার রাশিদুল হকের দিক নির্দেশনায় ১।হাসু মিয়া (৩০), পিতা- মৃত তালেব প্রাং, সাং- ইলশাবাড়ী, থানা ও জেলা-নওগাঁকে গত ৭এপ্রিল আটক করা হয়।
এ বিষয়ে রাণিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন,তার দেয়া তথ্য মোতাবেক ২। রাকিব হাসান (২০) পিতা- মৃত আলামিন মন্ডল, সাং-তরফমেরু, থানা- গাবতলী, জেলা- বগুড়াকে তার নিজ বাড়ী হতে ৮/এপ্রিল তারিখ আটক করা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post