রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়াতে বিয়ের দাবিতে স্কুল শিক্ষকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান করছে এক যুবতী।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার পূর্ব হাজিপুর গ্রামে আক্কেলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহিবুল্লাহ সুমনে বাড়িতে অবস্থান নেয় এক তরুণী ।
এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই শিক্ষক সুমন পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে বসে সুমনের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং একাধিকবার শাররীক সম্পর্কে জড়ায় তারা । পরবর্তীতে সুমন ওই তরুণীকে বিয়ের অস্বীকৃতি জানালে সে তার বাড়িতে অবস্থান নেয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post