গোফরান পলাশ, কলাপাড়া: কুয়াকাটার নির্মাণাধীন বাস স্ট্যান্ড পর্যটকদের গাড়ি পার্কিংয়ের জন্য প্রস্তুত করা হয়েছে।
গতকাল শুক্রবার শেষ বিকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান মহিব।
ঈদের ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকদের যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে এ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, কুয়াকাটা পৌর কাউন্সিলর ফজলুল হক খান, তৈয়বুর রহমান খান, আবুল হোসেন ফরাজী, মনির শরীফ, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গাজী মোঃ ইউসুফ আলী, পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা, সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা দুলু, মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট, মহিপুর থানা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম ফরাজী প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান বলেন, নির্মাণাধীন কুয়াকাটা পৌর বাস স্টেশনটি আগামী ৩০ শে জুনের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এ বাস স্টেশনে কেউ চাঁদাবাজি করতে পারবে না।
এসময় অন্যান্য বক্তারা বলেন, এতদিন কুয়াকাটায় গাড়ি পার্কিংয়ের কোন সুব্যবস্থা ছিল না। যার কারণে বিশেষ বিশেষ দিনগুলোতে কুয়াকাটা থেকে মৎস্যবন্দর আলীপুর পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। আর এতে চরম ভোগান্তিতে পরেন আগত পর্যটকরা। এবার সে ভোগান্তি লাঘবের জন্য কুয়াকাটায় নির্মাণাধীন বাস স্টেশন গাড়ি রাখার জন্য প্রস্তুত করা হচ্ছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post