যশোরের শার্শায় মাঠ থেকে ধান তোলার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আজিজুল ইসলাম একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বৃষ্টিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য বিকেলে আজিজুল ও তার ভাইসহ ৩-৪ জন স্থানীয় ঠ্যাংগামারী বিল মাঠে নিজেদের জমির ধান গোছাতে যান।
তারা মাঠে ধান গোছানো অবস্থায় বজ্রপাত হয়। এতে আজিজুল অজ্ঞান হয়ে পড়ে যান। পাশে থাকা তার ভাই দেখে চিৎকার দেন। তখন স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দ্রুত বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নীরিক্ষা শেষে আজিজুলকে মৃত ঘোষণা করেন।
জোহরা ক্লিনিকের স্বত্তাধিকারী ডা.হাবিবুর রহমান হাবিব বলেন,ক্লিনিকে নিয়ে আসার আগেই আজিজুলের মৃত্যু হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৬, ২০২৩//

Discussion about this post